Head Teacher

প্রধান শিক্ষকের বাণী

 

পরম করুণাময় মহান আল্লাহর নামে

   চট্টগ্রাম শহরের অদূরে কর্ণফুলি নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের অন্যতম পর্যটন অঞ্চল পতেঙ্গা থানা। বঙ্গোপসাগরের কোলঘেঁষা নান্দনীক ও নয়ানাভিরাম এ জনপদটিতে শিক্ষার আলো সম্প্রসারণের লক্ষ্যে কিছু বিদ্যোৎসাহী এবং আন্তরিক ব্যক্তি বর্গের প্রচেষ্টায় ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয় অন্যতম বিদ্যাপিঠ পতেঙ্গা উচ্চ বিদ্যালয়। এই শিক্ষালয়টি সুশিক্ষা ও সংস্কৃতির ধারক হিসাবে সুনাম ছড়িয়ে যাচ্ছে। আধুনিক ও সৃজনশীল জাতি বিনির্মাণে, শিক্ষণ ও শিখন বান্ধব পরিবেশ গঠনে অত্র প্রতিষ্ঠানটি প্রশংসার দাবিদার । এই প্রতিষ্ঠানে আছে সমৃদ্ধ পাঠাগার, ডিজিটাল কম্পিউটার ল্যাব ও আধুনিক বিজ্ঞানাগার । এছাড়াও যে কোন পরিস্থিতিতে শিক্ষা প্রসারের লক্ষ্যে পাঠদান চালু রাখার নিমিত্তে বিদ্যালয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল, পেইজবুক পেইজ রয়েছে।সমসাময়িক চালু হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির ওয়েবসাইট। খেলাধুলায় ও পিছিয়ে নেই এই প্রতিষ্ঠানটি, রয়েছে একটি সুবিশাল খেলার মাঠ। শিক্ষারমান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রচেষ্টা অব্যহত রয়েছে। জেএসসি ও এসএসসি পরিক্ষার ফলাফল অত্যন্ত সুদূরপ্রসারী ।

 

   এই শিক্ষায়তনটি অনেক এগিয়ে যাবে সময়ের পরিক্রমায়। আমি অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনাকরি ।

 

 আলী আহমদ

 প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)





No Data Found !!!


« May 2024 »
Sat Sun Mon Tue Wed Thu Fri
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31